Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীগণের তালিকা
বিস্তারিত

২০ জানুয়ারি ২০২৫ তারিখ হতে সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এবং বিগত হালনাগাদে ভোটারযোগ্য যারা বাদ পড়েছেন বা অন্য যেকোন কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্যসংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন। এসময় মৃত ভোটারদের ভোটার তালিকা হতে বাদ দেয়ার জন্য তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের এ কর্মসূচি আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।


ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে

 

  • অনলাইন জন্মনিবন্ধন সনদ এর ফটোকপি।
  • জেএসসি/এসএসসি/সমমান পাশের সনদপত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • নাগরিকত্ব সনদ।
  • পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও কাবিননামার ফটোকপি।
  • বিদ্যুৎ বিল/হোল্ডিং ট্যাক্স/চৌকিদারী ট্যাক্স এর রশিদের ফটোকপি।



মনে রাখবেন, একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরিক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
21/01/2025
আর্কাইভ তারিখ
03/02/2025