Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

* জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি প্রয়োজন।

       (ক) জাতীয় পরিচয়পত্রে নাম/জন্ম তারিখ ভুল হলে-

            (১) পিএসসি/জেএসসি/এসএসসি পাশের সনদের সত্যায়িত কপি।

            (২) অনলাইন জন্ম সনদের সত্যায়িত কপি।

            (৩) মূল জাতীয় পরিচয়পত্র।

            (৪) প্রথম বার আবেদনের ক্ষেত্রে ২৩০/- টাকা মূল্যের ট্রেজারী চালান।

     (খ) জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম অর্ন্তভুক্তি করতে হলে-

           (১) বিবাহের কাবিননামার সত্যায়িত কপি।

           (২) স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি।

           (৩) প্রথম বার আবেদনের ক্ষেত্রে ২৩০/- টাকা মূল্যের ট্রেজারী চালান।

* জাতীয় পরিচয়পত্র স্থানান্তরের ক্ষেত্রে-

  (১) আবেদন ফরম-১৩

  (২) সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র, নাগরিকত্ব।

  (৩) আবেদন ফরমে সংশ্লিষ্ট চেয়ারম্যান/মেম্বার কর্তৃক স্বাক্ষর, সীল, আইডি নম্বর।

  (৪) বিদু্ৎ বিলের কপি/চৌকিদারী কর রশিদ, হোল্ডিং কর রশিদ।

* নতুন ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তিকরণ

    (১) এসএসসি/সমমান পাশের সনদের সত্যায়িত কপি।

    (২) অনলাইন জন্ম সনদের কপি।

    (৩) চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ।

    (৪) পিতা-মাতার জাতীয়পরিচয়পত্রের কপি।

    (৫) বিবাহিত হলে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি।